চন্দ্রদীপ ডেস্ক : প্রীতি ম্যাচে এল সালভাদরের বিপক্ষে দলের বড় তারকা লিওনেল মেসি নেই, সেটি সকল আর্জেন্টাইন ভক্তই জানেন। মেসিকে ছাড়া অ্যাঞ্জেল ডি মারিয়ার নেতৃত্বে মাঠে নেমেছে কাতার বিশ্বকাপজয়ীরা। তবে মাঠে নেমেই বাজিমাত করেছে আর্জেন্টিনা। খেলার ১৬ মিনিটেই ক্রিশ্চিয়ান রোমেরোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
এরআগে বাংলাদেশ সময় শনিবার (২৩ মার্চ) ভোর ছয়টায় যুক্তরাষ্ট্রের লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে নামে আর্জেন্টিনা ও এল সালভাদর। এই ম্যাচে নামার আগে নিজেদের শুরুর একাদশ জানিয়েছে আলবিসেলেস্তেরা। যেখানে অধিনায়ক হিসেবে মাঠে নামে ডি মারিয়া।
আর্জেন্টিনা দলে ২০ বছরের কম বয়সী চারজন খেলোয়াড় রয়েছেন।
কোচ লিওনেল স্ক্যালোনি সবচেয়ে বড় চমক দেখিয়েছেন ১৯ বছর বয়সী লেফটব্যাক এবং মিডফিল্ডার ভ্যালেন্টিন বার্কোকে দলে রেখে। বার্কো কয়েক মাস আগে ব্রাইটনে যোগ দেন এবং ইংলিশ প্রিমিয়ার লিগের দারুণ প্রভাব ফেলেছেন। বিশ্বচ্যাম্পিয়নদের স্কোয়াডে থাকা বাকি তিন কিশোর ফরোয়ার্ড হলেন- ম্যানচেস্টার ইউনাইটেডের আলেজান্দ্রো গারনাচো, ব্রাইটনের ফ্যাকুন্ডো বুওনানোট এবং মনজার ভ্যালেন্টিন কার্বোনি।
আর্জেন্টিনা একাদশ
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ
রক্ষণ: নিকোলাস ট্যাগলিয়াফিকো, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস গনজালো, নেহুয়েন পেরেজ
মধ্যমাঠ: এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পেরেদেস, জিওভানি লো সেলসো, রদ্রিগো ডি পল
আক্রমণ: লতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।
এল সালভাদরের একাদশ
গোলরক্ষক: মারিও গঞ্জালেস
রক্ষণ: রুডি ক্লেভেল মেন্ডোজা, জর্জ ক্রুজ, মেলভিন ক্রুজ, নার্সিসো ওরেলানা, ব্রায়ান তামাকাস
মধ্যমাঠ: ক্রিস্টিয়ান মার্টিনেজ, ডারউইন সেরেন, নেলসন ব্লাঙ্কো
আক্রমণ: নেলসন বনিলা, জাইরো হেনরিকেজ