শিরোনাম

মেসি-রদ্রিদের হারিয়ে ‘ফিফা দ্য বেস্ট’ জিতলেন ভিনিসিয়ুস

Views: 5

চন্দ্রদ্বীপ ডেস্ক: এই তো মাস দেড়েক আগের কথা, কি তুলকালামই না ঘটেছিল ব্যালন ডি’অর ২০২৪ পুরস্কার নিয়ে। যেখানে ভিনিসিয়ুস জুনিয়রকে হারিয়ে ফ্রান্স সাময়িকীর এই মর্যাদাপূর্ণ পুরস্কার জেতেন স্পেনের রদ্রিগো হার্নান্দেজ। এবার ‘ফিফা দ্য বেস্ট’ জেতার লড়াইয়েও ছিলেন এই দুই তারকা। তবে এবার আর কোনো হতাশার গল্প নয়, রদ্রি ও লিওনেল মেসিদের হারিয়ে ‘ফিফা দ্য বেস্ট’ উঠল ভিনির হাতে।

কাতারের দোহায় আয়োজিত অনুষ্ঠানে আজ মঙ্গলবার দিবাগত রাতে এই পুরস্কার তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যেখানে প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ফিফা বর্ষসেরা খেলোয়াড়দের এই পুরস্কার দেওয়ার রীতি চালু করে ১৯৯১ সালে। এরপর থেকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পাঁচজন তারকা এই পুরস্কার জেতেন। ভিনিসিয়ুস সেই তালিকায় ষষ্ঠ নাম। তবে ব্রাজিলের আরেকজন ফিফা দ্য বেস্ট পুরস্কারটি জিততে অপেক্ষা করতে হয়েছে ১৭ বছর। সর্বশেষ ২০০৭ সালে রিকার্ডো কাকার হাতে উঠেছিল প্রেস্টিজিয়াস এই পুরস্কার।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *