চন্দ্রদ্বীপ ডেস্ক :: টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, যাকে ভক্তরা ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখেন। সম্প্রতি ভক্তদের অনুরোধে সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয়ে উঠেছেন তিনি। মেহজাবীনের ভক্তদের দাবি, তারা তাকে আবারও রোমান্টিক নাটক বা সিনেমায় দেখতে চান। এই দাবিতে ভক্তরা মেহজাবীনের অফিসিয়াল ফ্যান ক্লাবে দিনভর আলোচনায় মগ্ন। তারা এমনকি শাহবাগে আন্দোলনেরও হুমকি দিয়েছেন, যদি তাদের দাবি পূরণ না করা হয়।
ভক্তদের এই প্রচেষ্টা মেহজাবীনের নজর এড়ায়নি। পোস্টগুলো দেখে অভিনেত্রী নিজেও বেশ অবাক হয়েছেন এবং এক মন্তব্যে লিখেছেন, “ওহ গড, কি হচ্ছে!” মেহজাবীনের ভক্তদের এ ধরনের আবদার তিনি সাধারণত উপেক্ষা করেন না। ভক্তরা তার কাছ থেকে ইতিবাচক উত্তর পেয়ে এখন অপেক্ষায় আছেন, তাদের দাবি কীভাবে পূরণ করেন এই জনপ্রিয় তারকা।
প্রসঙ্গত, মেহজাবীনের দুটি সিনেমা ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ মুক্তির অপেক্ষায় রয়েছে, এবং তার অভিনীত নাটক ‘কাজল’ সম্প্রতি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে।