মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এবার প্রথমবারের মতো তাকে দেখা যাবে প্রেক্ষাগৃহের বড় পর্দায়। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার অভিষেক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয় মালতী’। সংবাদ সম্মেলনে এই অভিনেত্রী তার অভিনয়ের শুরুর দিকের চ্যালেঞ্জ এবং অভিজ্ঞতা নিয়ে কথা বলেন।
মেহজাবীন বলেন, “আমার শৈশব-কৈশোর কেটেছে দেশের বাইরে। বাংলা ভাষায় দুর্বল ছিলাম, উচ্চারণ সমস্যাও ছিল। অভিনয়ে নিয়মিত হওয়ার পর তা কাটিয়ে উঠেছি। এই সিনেমা আমার জীবনের একটি বড় মাইলফলক।”
ছবিটির গল্প একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংগ্রামী নারী মালতী রানী দাশকে কেন্দ্র করে। মেহজাবীন চরিত্রটিতে নিজের সবটুকু ঢেলে দিয়েছেন বলে জানান। মালতীর জীবনে প্রেম, লড়াই এবং নতুন অধ্যায় শুরু করার গল্পই সিনেমাটির মূল প্রতিপাদ্য।
‘প্রিয় মালতী’ পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত, প্রযোজক আদনান আল রাজীব ও রেদওয়ান রনি। সিনেমাটিতে মেহজাবীনের পাশাপাশি অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, নাদের চৌধুরী, মোমেনা চৌধুরী, শাহজাহান সম্রাট, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, রিজভী রিজু প্রমুখ।
মুক্তির আগে সিনেমাটি বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। তবে এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে প্রথমবার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত, প্রযোজকরা, এবং অভিনেতা-অভিনেত্রীরা। তারা সবাই সিনেমার ভবিষ্যৎ সাফল্যের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম