শিরোনাম

মেহজাবীন-ফারিণের বন্ধুত্ব ও শপিং অ্যাডিকশন: একে অপরের সাথে হাস্যরসের মুহূর্ত

Views: 9

বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ, পর্দায় যেমন সাফল্যের শীর্ষে, তেমনি ব্যক্তিগত জীবনে তাদের বন্ধুত্বও অনন্য। সিনেমা, ওটিটি এবং নাটকে সমানতালে বিচরণ করা এই দুই তারকা দর্শকের মন জয় করেছেন এবং একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা বজায় রেখে নিজেদের পথ চলছেন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মেহজাবীন ও ফারিণ তাদের সম্পর্ক এবং একসাথে কাটানো সময় নিয়ে অনেক কথা শেয়ার করেছেন। এক ফাঁকে ফারিণ মেহজাবীনের একটি গোপন তথ্য ফাঁস করে দেন, যা মেহজাবীন নিজেই স্বীকার করেন। ফারিণ বলেন, “মেহজাবীন আপু অনলাইন শপিং অ্যাডিক্ট, প্রতিদিনই কিছু না কিছু অর্ডার করেন, এবং তার পার্সেল আসে প্রতিদিনই।”

এ কথা শুনে মেহজাবীন হাসতে থাকেন এবং স্বীকার করেন, “হ্যাঁ, এটা ভেরি ভেরি ট্রু। আমার এধরণের একটা ‘সুস্থ অ্যাডিকশন’ আছে।” মেহজাবীন আরো বলেন, “আমি শপিং পছন্দ করি, এবং শুধু নিজের জন্যই না, আমার পরিবার এবং বন্ধুর জন্যও যদি কিছু ভালো দেখলে কিনতে ইচ্ছা করে।”

তিনি আরও বলেন, “ফারিণ দেখেছে, আমরা ট্রিপে একটি ফাঁকা লাগেজ নিয়ে যাই, শুধুমাত্র কেনাকাটা করে, অনলাইন থেকে কিনে তা নিয়ে আসি।”

বর্তমানে মেহজাবীন তার নতুন সিনেমা ‘প্রিয় মালতী’ নিয়ে ব্যস্ত, যা বর্তমানে আন্তর্জাতিক ট্যুরে রয়েছে। অন্যদিকে, ফারিণ তার নতুন ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ নিয়ে কাজ করছেন। দুই অভিনেত্রীই সমানতালে নিজেদের ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং কাজের পাশাপাশি বন্ধুত্বের সম্পর্কও অটুট রাখছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *