বাংলাদেশ টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ দেশের ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস, শিল্প-সাহিত্য, এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে আলোচনায় বিশেষ ভূমিকা রাখে। অনুষ্ঠানটির প্রতিটি পর্বেই দেশের নানা অঞ্চলের বিশেষত্ব তুলে ধরা হয়, যা দর্শকদের কাছে এক ভিন্ন অভিজ্ঞতা প্রদান করে।
এই সপ্তাহের ‘ইত্যাদি’ পর্বটি ধারণ করা হয়েছে বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দর থেকে। এটি সম্প্রচারিত হবে শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৮টায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা এবং উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
প্রথমেই রয়েছে বাগেরহাটের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। গানটির কোরিওগ্রাফি করেছেন সোহান, এবং কণ্ঠ দিয়েছেন রাজীব, অয়ন চাকলাদার, তানজিনা রুমা ও এমেলী। হানিফ সংকেতের সুরে এবং মেহেদী’র সংগীতায়োজনে গানের পরিবেশনা ছিল অসাধারণ। আরও একটি সংগীত পরিবেশন করেছেন বাগেরহাটের কণ্ঠশিল্পী নাসির ও শিল্পী সানজিদা রিমি। গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন কিশোর দাস।
এছাড়া, বাগেরহাটের দর্শনীয় স্থানগুলোর ওপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন পরিবেশিত হবে, যেখানে সুন্দরবন, মোংলা সমুদ্র বন্দরসহ বাগেরহাটের ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হবে। হজরত খানজাহানের স্মৃতিচিহ্ন এবং নানা কীর্তির কথাও উঠে আসবে প্রতিবেদনটিতে।
বিদেশি প্রতিবেদন পর্বে, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের গ্র্যান্ড ক্যানিয়নের ওপর একটি তথ্যবহুল প্রতিবেদন প্রচারিত হবে।
এই পর্বে আরও অংশগ্রহণ করেছেন দেশীয় একাধিক শিল্পী, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সোলায়মান খোকা, বাবুল আহমেদ, আবদুল আজিজ, আবদুল্লাহ রানা, সুভাশিষ ভৌমিক, শবনম পারভীন, কাজী আসাদ, জিল্লুর রহমান, কামাল বায়েজিদ, জামিল হোসেন, মুকিত জাকারিয়া, আনোয়ার শাহী, আবু হেনা রনি, আনোয়ারুল আলম সজল, আনন্দ খালেদ, আমিন আজাদ, নজরুল ইসলাম, শাহেদ আলী, মামুনুল হক টুটু, ইকবাল হোসেন, জাহিদ শিকদার, বিলু বড়ুয়া, সিলভিয়া কুইয়া, মতিউর রহমান, বেলাল আহমেদ মুরাদ, তারিক স্বপন, সাদিয়া তানজিন, অশোক বড়ুয়া, সাবরিনা নিসা, সুবর্ণা মজুমদার, সিয়াম নাসির, শামীম আহমেদ, নিপু সহ আরও অনেকেই।
এছাড়া, এবারের ‘ইত্যাদি’ পর্বের শিল্পনির্দেশনা ও মঞ্চ পরিকল্পনা করেছেন মুকিমুল আনোয়ার। পরিচালক হিসেবে সহায়তা করেছেন রানা সরকার ও মোহাম্মদ মামুন। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।