বরিশাল অফিস :: ভোলার চরফ্যাশনে সড়কের পাশে মোটরসাইকেল পার্কিং করা নিয়ে তর্কের জেরে মো. রাকিব (২৬) নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে আরেক ছাত্রলীগ কর্মী। রাকিবকে গুরুতর আহতাবস্তায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে চরফ্যাশন ফাতেমা মাতিন মহিলা কলেজের সামনে এঘটনা ঘটে। আহত রাকিব নুরাবাদ ইউনিয়নের মো. লেকমান হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাকিব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফাতেমা মতিন মহিলা কলেজ এলাকায় তার এক আত্মীয় বাড়িতে দাওয়া খেতে যান। এসময় সড়কের পাশে মোটরসাইকেল রাখা নিয়ে অপর এক ছাত্রলীগ কর্মী শাহিন ও তার বন্ধু মো. সজিবের সঙ্গে তর্ক হয়। এর জের ধরে শাহিন, রাকিবকে ধারালো চাকু দিয়ে তার ঘাড়ে ও পিঠে কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্তায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে রেফার্ড করেন।
বিষয়টি নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ জানান, তারা উভয়ই ছাত্রলীগের কর্মী। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছে। বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।