শিরোনাম

মোবাইল গেমের ফাঁদে কিশোরী, খোয়াল ২১ ভরি স্বর্ণালংকার

Views: 8

মোবাইল গেম ফ্রি ফায়ারের মাধ্যমে মাত্র দেড় মাসের পরিচয়ে প্রতারণার শিকার হয়ে কিশোরী হারিয়েছে ২১ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) হাতে প্রতারণার মূল হোতা নাফিজুর রহমান (২২) ও তার সহযোগী শফিউল আলম প্রিন্স (২৩) গ্রেপ্তার হওয়ার পর শুক্রবার এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

প্রতারণার কাহিনী
নাফিজুর রহমান, বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম পাংশা এলাকার বাসিন্দা, এবং তার সহযোগী শফিউল আলম, গোপালগঞ্জের কোটালীপাড়ার বাসিন্দা, ফ্রি ফায়ার গেমের মাধ্যমে কিশোরীর সঙ্গে যোগাযোগ তৈরি করেন। এরপর বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে অপহরণের প্রাথমিক প্রচেষ্টা চালায় এবং শেষ পর্যন্ত তার কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয়।

গ্রেপ্তার ও উদ্ধার অভিযানের বিবরণ
ঢাকার লালবাগ থানায় কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে বরিশাল বিমানবন্দর থানার পুলিশের নেতৃত্বে গতকাল রাতে বাবুগঞ্জের রহমতপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নাফিজুর এবং প্রিন্সকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ১১ ভরি ১ আনা ২ রতি স্বর্ণালংকার, নগদ ৭১০ টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন।

মামলার তথ্য
মামলার সূত্রে জানা গেছে, কিশোরীর কাছ থেকে একাধিকবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩৬ হাজার টাকা নেয় প্রতারক চক্রটি। পরে ২১ ভরি ২ আনা স্বর্ণালংকার এবং নগদ ৫৫ হাজার টাকাও হাতিয়ে নেয় তারা।

পুলিশের বক্তব্য
বিএমপির উপপুলিশ কমিশনার রুনা লায়লা জানান, এই চক্র সংঘবদ্ধভাবে প্রতারণা করে তরুণ-তরুণীদের শিকার বানায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *