শিরোনাম

মোহাম্মদপুরে কুকুর ও বিড়াল হত্যায় তোলপাড়, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

Views: 12

রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে বেওয়ারিশ কুকুর ও বিড়াল হত্যার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। গত শুক্রবার রাতে এই হত্যাকাণ্ডে তিনটি কুকুর ও একটি বিড়াল মারা যায়। প্রাণীদের কল্যাণে কাজ করা সংস্থা দ্য পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছে এবং এর বিচার চেয়ে আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

সংস্থাটির সমন্বয়ক কাজী নওশেবা আহমেদ জানান, “১০টি কুকুর ও একটি বিড়াল মেরে ফেলা হয়েছে। এর মধ্যে কয়েকটি প্রাণী সরিয়ে ফেলা হয়েছে। আমরা মৃত প্রাণীদের ময়নাতদন্ত করাব এবং আদালতে মামলা করব।”

কুকুর হত্যার ঘটনায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা ক্ষোভ প্রকাশ করেছেন। ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, “মানুষের মতো দেখতে বলেই সবাই মানুষ হয় না। অন্য প্রাণীর বিশ্বাসের অমর্যাদা করলে আপনি মানুষ নন।”

তমা মির্জা আরও লেখেন, “একটি কুকুর যদি আপনার পাশে নির্ভয়ে বসে, একটি বিড়াল যদি আপনাকে বিশ্বাস করে, সেটাই প্রকৃত মানবিকতার প্রমাণ। অন্য প্রাণীরাই প্রমাণ দেবে, আপনি সত্যিকারের মানুষ কি না।”

তমা মির্জা ঢালিউডের পরিচিত মুখ। তিনি ‘নদীজন’ চলচ্চিত্রে পার্শ্ব-চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

এই ঘটনার পর এলাকাবাসী ও প্রাণী কল্যাণ সংস্থাগুলো তীব্র প্রতিবাদ জানায়। তারা দোষীদের শাস্তির দাবি তুলেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *