চন্দ্রদ্বীপ ডেস্ক :: রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে বসিলা ক্যাম্পে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মেজর নাজিম এই তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন সরাসরি ছিনতাইয়ের, দুইজন দোকানে ডাকাতির এবং ৪০ জন সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে আটক হয়েছেন। মেজর নাজিম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে আগামীকাল মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিং এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে, যা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে এবং ছিনতাই, সন্ত্রাস ও চাঁদাবাজি কমাতে সহায়ক হবে।”
এই অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী ১৯৭ জনকে গ্রেফতার করেছে, এবং উদ্ধার করা হয়েছে ১৮টি আগ্নেয়াস্ত্র, ২৬১ রাউন্ড গুলি, ১৯ রকমের মাদকদ্রব্য, একটি গ্রেনেড এবং ৭৫-৮০ রকমের দেশীয় অস্ত্র। উদ্ধারকৃত অস্ত্রগুলো মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
মেজর নাজিম জানান, সিসিটিভি এবং ভিডিও ফুটেজের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ২-৩ জন মাদক ব্যবসার সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “কিশোর গ্যাঙের সদস্যদের হাতে আলাদা আলাদা ট্যাটু বা উল্কি আঁকা ছিল, যা তাদের আলাদা পরিচয় নির্দেশ করে। সাধারণত তারা সকালে রাস্তা ফাঁকা থাকলে বা বিকেলে মানুষ অফিস থেকে ফিরার সময় ছিনতাই কার্যক্রম চালাতো।”