বাংলাদেশি চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’ অভিনেত্রী মৌসুমী, যিনি ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে সবার মন জয় করেছেন, বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। চলচ্চিত্রের মাধ্যমে একাধিক জাতীয় পুরস্কার জয়ী মৌসুমী এখনো সেখানে বিভিন্ন শুটিং ও শো-এ অংশ নিচ্ছেন, আর সেখানে তার মা, বোন এবং দুই সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন।
২০২৩ সালের মাঝামাঝি সময়ে মৌসুমী মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছিলেন এবং এখনো সেখানে রয়েছেন, যদিও অতীতে আমেরিকায় যাওয়ার পর তিনি দ্রুতই দেশে ফিরে এসেছিলেন। তবে, এবার দীর্ঘ সময় ধরে দেশ থেকে দূরে আছেন।
এই দীর্ঘ সময়ের মধ্যে গুঞ্জন উঠেছে, মৌসুমী হয়তো সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিনকার্ডের আবেদন করেছেন। যদিও এই ব্যাপারে মৌসুমী কিংবা তার স্বামী, জনপ্রিয় অভিনেতা ওমর সানী, কিছু বলেননি।
মৌসুমীর দেশে ফেরার বিষয়ে একটি গণমাধ্যমে প্রশ্ন করা হলে, চিত্রনায়ক ওমর সানী বলেন, “সে (মৌসুমী) তো দেশে কোনো সিনেমা সাইন করে যায়নি কিংবা কাউকে ফাঁসিয়ে যায়নি যে, তার দেশে ফেরার চিন্তা সবাইকে করতে হবে।” তিনি আরো বলেন, “এখন তো আমাদের পরিবারকে (ছেলে-মেয়ে) সময় দেওয়া উচিত, মৌসুমীও তাই করছে। সেখানে ভালো আছে; আমিও হয়তো শিগগিরই যাব।”
মৌসুমী ও ওমর সানী একে অপরকে ভালোবেসে বিয়ে করেন ১৯৯৫ সালের ৪ মার্চ। এই বিয়ের খবর প্রথমে জানানো হয়নি, তবে পরে জানা যায় যে, মৌসুমী অন্তঃসত্ত্বা হওয়ার পর তাদের বিয়ের বিষয়টি প্রকাশ পায়। তাদের প্রথম সন্তান ফারদীন গর্ভে আসার চার মাস পর ৩ আগস্ট, ১৯৯৫ সালে রাওয়া ক্লাবে একটি বিশেষ বৌ-ভাতের আয়োজন করা হয়।
এদিকে, এই দম্পতি এখন নিজেদের পরিবার এবং ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট জীবন কাটাচ্ছেন এবং নতুন পদক্ষেপের জন্য প্রস্তুত রয়েছেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম