চলতি বছরের শুরুতে নির্মাতা আবু সাইয়িদ রানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তারা সুখী সংসার জীবন কাটাচ্ছেন, তবে সম্প্রতি তাদের সংসার ভাঙার গুঞ্জন উঠেছে। এই খবর কানে যেতেই ক্ষুব্ধ হয়েছেন মৌসুমী হামিদ। অভিনেত্রীর ভাষ্য, “বিয়ের এক বছরও হয়নি, এর মধ্যে বিচ্ছেদের মনগড়া খবর! তারা কি আমাদের ডিভোর্স করাতে চায়?”
মৌসুমী হামিদ প্রশ্ন করেন, “এই খবর যদি আমার শ্বশুরবাড়ির লোক দেখে, আত্মীয়স্বজন দেখে, তখন তারা কী ভাববে?”
সংসার ভাঙার খবরের প্রেক্ষিতে মৌসুমী বলেন, “সম্প্রতি একটি অনুষ্ঠানে আমাকে দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন করা হলে, আমি জানিয়েছি, আমাদের সংসার দারুণ যাচ্ছে। বিয়ের পর আমার জীবনটাই বদলে গেছে। সবকিছুর জন্য আমি খুশি।”
তারকা বিচ্ছেদ নিয়ে মন্তব্য করতে গিয়ে মৌসুমী হামিদ বলেন, “আমাদের জীবনে সমস্যা থাকতেই পারে, কিন্তু মিডিয়ার মানুষের জীবনে বিচ্ছেদ বেশি আলোচনায় আসে। বাইরের মানুষের বিচ্ছেদ সামনে আসে না। যখন এসব খবর ঘুরিয়ে-পেঁচিয়ে লেখা হয়, তখন মানসিক শক্তি হারিয়ে যায়।”
অভিনয়শিল্পীদের নিয়ে গুঞ্জন স্বাভাবিক হলেও, বিচ্ছেদের খবরের কারণে খুবই হতাশ মৌসুমী হামিদ। সামাজিকভাবে ক্ষতির মুখে পড়ার কথা জানিয়ে তিনি বলেন, “ভুয়া খবর যদি আমার শ্বশুরবাড়ির লোকের কাছে যায়, তারা কীভাবে দেখবেন? নানা প্রশ্ন উঠবে, আর আমি সামাজিকভাবে ক্ষতির মুখে পড়ব। মনে হচ্ছে, কেউ পরিকল্পিতভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে।”
সবশেষে, মৌসুমী হামিদ তার ব্যক্তিগত জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, “পরিবার, সংসার, অভিনয়, দেশের পরিস্থিতি—সবকিছু নিয়েই মানসিক চাপ থাকে। এর মধ্যে হঠকারি কোনো নিউজ দেখলে মনে হয়, কেন অভিনয়শিল্পী হলাম!”
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম