সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চিত্রনায়িকা নিপুণকে যুক্তরাজ্য যাওয়ার পথে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তিনি বাংলাদেশ বিমানের বিজি ২০১ ফ্লাইটে যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল, কিন্তু ইমিগ্রেশন পুলিশের বাধার মুখে তার যাত্রা স্থগিত হয়ে যায়।
সূত্র জানায়, শুক্রবার সকালে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় নিপুণকে চিনে ফেলে দায়িত্বশীলরা। তার পাসপোর্টে নাম ছিল ‘নাসরিন আক্তার’ এবং স্থায়ী ঠিকানা হিসেবে ঢাকার বনানী উল্লেখ করা ছিল। এরপর তাকে ইমিগ্রেশন পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং ওই ফ্লাইটে তার যাত্রা বাতিল করা হয়।
এছাড়া, জানা যায়, ফ্লাইট বাতিলের পর নিপুণকে বিমানবন্দরে বাইরে চলে যেতে অনুমতি দেওয়া হয়। কিছু সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) আপত্তি জানিয়েছিল, যার ফলে এই ঘটনা ঘটে।
নিপুণ আক্তারের লন্ডনে যাওয়ার গুঞ্জন চলছিল কিছুদিন ধরে, তবে বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, তিনি দেশে থেকেই আত্মগোপনে ছিলেন। এদিকে, তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়ে আলোচিত হয়েছিলেন এবং রাজনৈতিক প্রভাব নিয়ে বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়েছিল।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম