চন্দ্রদ্বীপ ডেস্ক: হলিউডের সাড়া জাগানো সিনেমা ‘গ্লাডিয়েটর’। দেখে থাকলে মহাকাব্যিক গল্পের এই সিনেমার কথা ভুলে যাওয়া সম্ভব নয়।
২০০০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি যেমন বক্স অফিসে সাফল্য পেয়েছিল, তেমনি অর্জন করেছে তুমুল প্রশংসা আর মর্যাদাপূর্ণ পুরস্কার।
৪৬০ মিলিয়ন ডলারের বেশি আয় করে সিনেমাটি।
অস্কারে ১২টি মনোনয়ন পায় এবং সেরা চলচ্চিত্রসহ পাঁচটি অস্কার জয় করে। সুখবর হলো, দুই যুগ পর পর্দায় আসছে এই সিনেমার দ্বিতীয় কিস্তি ‘গ্লাডিয়েটর ২’।
আগামী ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি। বাংলাদেশের দর্শকদের চমকপ্রদ খবর হলো, যুক্তরাষ্ট্রের আগে বাংলাদেশের দর্শকরা সিনেমাটি দেখার সুযোগ পাবেন।
বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে এটি মুক্তি পাবে শুক্রবার (১৫ নভেম্বর)।
অ্যাকশন আর আবেগের মিশেলে নির্মিত রাসেল ক্রো, হোয়াকিন ফিনিক্স অভিনীত সিনেমাটিকে এই শতকের অন্যতম সেরা সিনেমার একটি মনে করা হয়। ২৪ বছর পর রিডলি নিয়ে আসছেন সেই সিনেমার সিক্যুয়েল ‘গ্লাডিয়েটর ২’।