শিরোনাম

যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বাংলাদেশি তারকাদের মজার মন্তব্য

Views: 13

চন্দ্রদ্বীপ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের নির্বাচন হলেও তা নিয়ে বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকা, সকলেই এই নির্বাচন নিয়ে মতামত প্রকাশ করছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সাময়িক এগিয়ে থাকায় অনেকেই কমলা হ্যারিসের বিষয়ে বিভিন্ন ধরনের মন্তব্য ও হাস্যরস প্রকাশ করেছেন।

অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ তার স্ট্যাটাসে লিখেছেন, “কমলার বনবাস।” তার স্ট্যাটাসে একজন ভক্ত মন্তব্য করে জিজ্ঞাসা করেন, “মজা নেন?” উত্তরে বিজরী লিখেছেন, “আমেরিকার নির্বাচন আমাদের উপর খুব একটা প্রভাব ফেলবে না। তাদের পররাষ্ট্রনীতি সবসময় নিজেদের স্বার্থে আবদ্ধ থাকে।”

পরিচালক মাহমুদ দিদার তার মতামতে মন্তব্য করেন, “কমলা খারিজ।” জনপ্রিয় মডেল ও অভিনেতা ইমতু রাতিশও এ প্রসঙ্গে রসিকতা করে বলেন, “কমলা খারিজ? নাকি এখনো জারিস।” অভিনেতা দীপক কুমার “কমলার বনবাস” উল্লেখ করে মজার ছলে লিখেছেন, “নৌকায় করে হাতি বা হাতিতে করে নৌকা পার হয় না।”

অন্যদিকে, অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, “আমেরিকানরা নারীবাদ নিয়ে কথা বললেও তারা নারী নেতৃত্বকে সমর্থন করতে চায় না।” আরেক অভিনেতা আনন্দ খালেদ মন্তব্য করেন, “ক্ষমতা সাময়িক। মানুষ মনে রাখে মানবিক আচরণ।”

অনেকদিন ধরে যুক্তরাষ্ট্রে থাকা সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী তার ফেসবুকে মজার ছলে বলেন, “ট্রাম্পের সঙ্গে আমার মিল হলো তার স্ত্রীর মতো আমিও মডেল ভিসায় যুক্তরাষ্ট্রে থাকি।”

বাংলাদেশে থাকা অনেকেই যুক্তরাষ্ট্রের নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে মজার ছলে মন্তব্য করছেন। এ থেকেই বোঝা যায় যে মার্কিন নির্বাচন বাংলাদেশিদের মধ্যেও কৌতূহল ও আলোচনার উৎস হয়ে উঠেছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *