শিরোনাম

যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ হয়ে ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু

Views: 54

চন্দ্রদীপ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে ভারতীয় এক পিএইচডি শিক্ষার্থীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। তিনি সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির শিক্ষার্থী ছিলেন। গত ৯ নভেম্বর তাকে গাড়ির ভেতরে গুলি করা হয়। ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আদিত্য আদলাখা নামের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

শুক্রবার (২৪ নভেম্বর) এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। খবরে বলা হয়েছে, আদিত্য আদলাখা ইউনিভার্সিটি অব সিনসিনাটি মেডিকেল স্কুলে আণবিক এবং উন্নয়নমূলক জীববিজ্ঞান প্রোগ্রামে চতুর্থ বর্ষের ডক্টরেট শিক্ষার্থী ছিলেন।

সিনসিনাটি পুলিশের লেফটেন্যান্ট জোনাথন কানিংহাম বলেন, গত ৯ নভেম্বর অফিসাররা একটি গাড়ির ভেতরে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে দেখতে পান, যেটি ওয়েস্টার্ন হিলস ভায়াডাক্টের ওপরের ডেকের একটি প্রাচীরের সঙ্গে বিধ্বস্ত হয়ে পড়েছিল। চালকের পাশের জানালায় অন্তত তিনটি বুলেটের ছিদ্র দৃশ্যমান ছিল।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

চিকিৎসাবিদ্যায় শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য উত্তর ভারত থেকে সিনসিনাটি আসেন। তিনি ২০১৮ সালে নয়া দিল্লির দিল্লি বিশ্ববিদ্যালয়ের রামজাস কলেজ থেকে প্রাণিবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ২০২০ সালে নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস থেকে ফিজিওলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালে তিনি যুক্তরাষ্ট্র যান। ২০২৫ সালের মধ্যেই আদলাখার পিএইচডি সম্পন্ন হওয়ার কথা ছিল।

সূত্র : এনডিটিভি

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *