চন্দ্রদ্বীপ ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আগামী সপ্তাহে ফের উঠতে যাচ্ছে ‘গাজা যুদ্ধবিরতির’ প্রস্তাব। তবে আলজেরিয়ার উত্থাপিত এ প্রস্তাবে ভেটো দেবে যুক্তরাষ্ট্র। রোববার (১৮ ফেব্রুয়ারি) কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
জানুয়ারির শেষ দিকে হামাস ও দখলদার ইসরায়েলের যুদ্ধ নিয়ে কিছু প্রাথমিক নির্দেশনা দেয় হেগের আন্তর্জাতিক আদালত। এরপরই যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নতুন প্রস্তাব দেয় আলজেরিয়া। ধারণা করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার এ প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে।
আন্তর্জাতিক আদালত তার রায়ে দখলদার ইসরায়েলকে নির্দেশ দিয়েছিলেন, গাজায় যেন কোনো ধরনের যুদ্ধাপরাধ সংঘটিত না হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর গাজায় বর্বর হামলা শুরু করে ইসরায়েল। তাদের এসব হামলায় এখন পর্যন্ত ২৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড জানিয়েছেন, গাজায় ছয় সপ্তাহের অস্থায়ী বিরতির জন্য দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মিসর ও কাতারের নেতাদের সঙ্গে কাজ করছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যদি নিরাপত্তা পরিষদে এখন যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়; তাহলে তার এ প্রচেষ্টা ব্যহত হতে পারে। এ কারণে এখন তারা যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দিতে পারবেন না।
সূত্র: এএফপি