ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে সম্মতি দিয়েছে বলে নিশ্চিত করেছেন বেশ কয়েকজন ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তা। তবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, হামাস এখনও আনুষ্ঠানিকভাবে লিখিত প্রতিক্রিয়া প্রদান করেনি।
বুধবার (১৫ জানুয়ারি) এই বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, উভয় পক্ষ যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তি নিয়ে একমত হয়েছে। এ বিষয়ে ঘোষণা আজ রাত অথবা আগামীকাল (১৬ জানুয়ারি) আসতে পারে। হামাস জানিয়েছে যে, আগামী রোববার থেকে জিম্মিদের মুক্তি শুরু হবে।
ফিলিস্তিনি সূত্রে জানা গেছে, হামাস এই চুক্তির জন্য মৌখিকভাবে সম্মতি জানিয়েছে, তবে এখনও লিখিতভাবে প্রস্তাবটি গ্রহণের ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি। ইসরায়েলি মন্ত্রীরা বুধবার রাতেই যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোটের জন্য সময়সূচী নির্ধারণ করেছেন, এবং বৃহস্পতিবার মন্ত্রিসভায় এ বিষয়ে ভোট গ্রহণ করা হবে।
কান নিউজের প্রতিবেদন অনুযায়ী, হামাসের সামরিক নেতা মোহাম্মদ সিনওয়ার যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি দিয়েছেন। এছাড়া, হামাস ইসরায়েলকে গাজা উপত্যকা থেকে তার সব পরিকল্পনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, হামাস-ইসরায়েল চুক্তি এখন খুব কাছাকাছি পৌঁছেছে এবং এই চুক্তি স্বাক্ষরিত হতে সময় খুব কম বাকি।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম