শিরোনাম

যুদ্ধের বিজয় অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়াকে সহযোগিতা করবে উত্তর কোরিয়া

Views: 25

চন্দ্রদ্বীপ ডেস্ক ::ইউক্রেন যুদ্ধে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়াকে সহযোগিতার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। মস্কো সফরে গিয়ে তিনি প্রেসিডেন্ট পুতিনের বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোরিয়ার উপদ্বীপে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরির অভিযোগ তোলেন। শুক্রবার (১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা পাঠানোর বিষয়ে উত্তেজনার মধ্যে চোই সন হুই নামক উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রী মস্কো সফরে আসেন। মস্কো বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

একইদিনে, উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রীসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। চোই সন হুই বিজয় অর্জনের দিন পর্যন্ত রাশিয়ার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং মস্কোর জয়ের বিষয়ে আশাবাদও প্রকাশ করেন।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিজ্ঞ নেতৃত্বে রাশিয়ার সেনাবাহিনী এবং জনগণ অবশ্যই তাদের রাষ্ট্রের সার্বভৌম অধিকার রক্ষা করতে সক্ষম হবে এবং এই সংগ্রামে বিজয় অর্জন করবে।” তিনি আরও বলেন, “জয় অর্জন না হওয়া পর্যন্ত উত্তর কোরিয়া দৃঢ়ভাবে রাশিয়ার কমরেডদের পাশে থাকবে।”

রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে সেনা পাঠানোর অভিযোগ নিয়ে সরাসরি মন্তব্য করেননি দুই দেশের নেতারা। তবে, রুশ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন যে, কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে মস্কো-পিয়ংইয়ং সম্পর্ক এখন অনন্য উচ্চতায় পৌঁছেছে। এর পাশাপাশি, দুই দেশের সামরিক যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সের্গেই ল্যাভরভ বলেন, “প্রেসিডেন্ট পুতিন এবং কিম জং উনের কারণে আমাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক গত কয়েক বছরে অভূতপূর্ব এক উচ্চতায় পৌঁছেছে। আমরা কোরিয়ান বন্ধুদের প্রতি আমাদের নীতিগত অবস্থানের জন্য গভীরভাবে কৃতজ্ঞ।”

এছাড়া, কোরিয়া উপদ্বীপে যুক্তরাষ্ট্রের কার্যক্রমের ব্যাপক সমালোচনা করেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন যে, ওয়াশিংটন ও সিউল অঞ্চলে পারমাণবিক যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে এবং পিয়ংইয়ংয়ের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন বলে মত দেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *