গত বছরের ৭ অক্টোবর থেকে এ যুদ্ধ শুরু হয়। যা ৯ মাস পেরিয়ে ১০ মাসে পা দিয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা আহত হয়েছেন তাদের মধ্যে অর্ধেকের বয়স ৩০ বছরের নিচে এবং ৭০ শতাংশ সেনাই রিজার্ভিস্ট।
এছাড়া আহতদের মধ্যে প্রায় ৩ হাজার ৬০০ জন (৩৭ শতাংশ) মানসিক সমস্যায় ভুগছে।
হামাসকে নির্মূল করে দিতে গত বছরের অক্টোবর থেকেই গাজায় স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। গাজায় হামলা চালাতে গিয়ে এখন পর্যন্ত তিনশর বেশি সেনা নিহত হয়েছেন
চলমান এ যুদ্ধে হামাসের কতজন যোদ্ধা প্রাণ হারিয়েছেন সেটি নিশ্চিত নয়। তবে যুক্তরাষ্ট্র কয়েক মাস আগে এক গোয়েন্দা প্রতিবেদনে জানিয়েছিল, তারা ধারণা করছে হামাসের ৮ হাজার যোদ্ধা নিহত হয়েছে। যদিও এ তথ্যের সত্যতা কখনোই যাচাই করা সম্ভব হয়নি।
কিন্তু গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু।
গাজায় হামলা চালানোর আগে ইসরায়েল লক্ষ্য নিয়েছিল কয়েকদিনের মধ্যে তারা হামাসকে নির্মূল করবে। কিন্তু ১০ মাসেও এ লক্ষ্য অর্জন করতে পারেনি তারা।
সূত্র: আলজাজিরা