শিরোনাম

যেমন ছিলো প্রথম স্মার্ট ফোন

Views: 30

চন্দ্রদ্বীপ আইসিটি ডেক্স: আজকাল স্মার্ট ফোন ছাড়া জীবনটা কল্পনাই করা যায় না। জীবন যেমন সহজ করেছে তেমনি একাকিত্ব দূর করতেও ভূমিকা রাখছে এই স্মার্ট ফোন। নেতিবাচক দিকও অবশ্য কম নেই তবে সব ছাপিয়ে বর্তমান দুনিয়া এক অর্থে অচলই বলা যায় এটি ছাড়া।

যদিও বর্তমানে দামি-কমদামি, ব্রান্ড-নন ব্রান্ড হাজারো ধরনের, বাহারি ফিচার সংবলিত স্মার্ট ফোন রয়েছে। তবে আজকের এই দিনে ১৬ আগস্ট, ১৯৯৪ সালে প্রথম যে ফোনটির মাধমে যাত্রা শুরু হয়ে ছিল এই স্মার্ট ফোনের সেখানে কিন্তু এতো কিছু ছিল না।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম এটি বাজারে ছাড়ে। যেটিকে বলা হতো পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট (পিডিএ)। ‘আইবিএম সাইমন’ নামের এই পিডিএ ব্যবহার করে ফোন কল করা যেত। করা যেত ই-মেইল ও ফ্যাক্স আদান-প্রদান। এমনকি নোট নেওয়ার সুবিধাও ছিল এতে। আইবিএমের এই পিডিএ–কেই বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে গণ্য করা হয়।

শুভ জন্মদিন তোমাকে- এতোটুকু তো বলাই যায়!

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *