শিরোনাম

যে কারণে ‘ডিভোর্স’ পারফিউম আনলেন দুবাইয়ের রাজকুমারী

Views: 40

চন্দ্রদ্বীপ ডেস্ক: কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের রাজকুমারী মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এবার বিচ্ছেদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ‘‘ডিভোর্স’’ নামের নতুন একটি পারফিউম বাজারে আনার ঘোষণা দিয়েছেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে রাজকুমারী মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ইনস্টাগ্রামে এ নিয়ে নিজের চারটি ছবি পোস্ট করেছেন। ছবিতে কাচের কালো বোতলের গায়ে ইংরেজিতে সাদা রঙে ‘‘ডিভোর্স’’ লেখা রয়েছে। এর আগে তার নিজস্ব পারফিউম ব্র্যান্ড কোম্পানি মাহরা এমওয়ান ইনস্টাগ্রামে ‘‘শিগগিরই আসছে’’ ক্যাপশনে একটি ছবি পোস্ট করে।

এই পারফিউমের ঘ্রাণ কেমন হবে, সেই বিষয়ে এখন পর্যন্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে অনেকেই ধারণা করছেন, মুক্তির অবাধ আনন্দে মাতাল হওয়ার মতো ঘ্রাণ হতে পারে দুবাইয়ের রাজকুমারীর আনা নতুন এই পারফিউম। যদিও আকর্ষণীয় ডিজাইনের কালো বোতলে আনা ‘ডিভোর্স’ পারফিউম অনেকটা মার্কিন শিল্পী কিম কার্দাশিয়ানের পারফিউমের কথা মনে করিয়ে দেয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *