চন্দ্রদীপ ডেস্ক : জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্রান্সিস স্কট কী ব্রিজে ধাক্কা দেয় বলে জাহাজ ‘ডালি’র ক্রুরা কর্তৃপক্ষকে জানায় বলে জানিয়েছেন মেরিল্যান্ডের গভর্নর। ঘটনার আগে বিষয়টি কর্তৃপক্ষকে জাহাজের ক্রুরা অবহত করেছেন বলেও জানিয়েছেন মেরিল্যান্ডের গভর্নর।
মঙ্গলবার তিনি এ কথা জানান। খবর সিএনএন।
ঘটনার আগে কন্টেইনার জাহাজ থেকে কর্মকর্তাদের একটি জরুরি কল দিয়ে ফ্রান্সিস স্কট ব্রিজে যানবাহন চলাচল বন্ধ করার জন্য বলা হয় বলে জানিয়েছেন মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর। তিনি বলেন, ‘আমরা কৃতজ্ঞ যে ঘটনার আমাদের কর্মকর্তারা ট্র্যাফিক প্রবাহ বন্ধ করতে সক্ষম হয়েছিলেন, ফলে ব্রিজে বেশি গাড়ি উঠতে পারেনি।’
তিনি বলেন, ‘আমি লোকদের জন্য কৃতজ্ঞ, একবার সতর্কতা এসেছিল এবং একবার ঝুঁকির বিজ্ঞপ্তি এসেছিল। যার ফলে ব্রিজের উপরে গাড়ির চলাচল বন্ধ করা সম্ভব হয় —এই লোকেরা হিরো। তারা গত রাতে জীবন বাঁচিয়েছেন।’