শিরোনাম

যে সুরা পাঠে আল্লাহর রহমত মেলে

Views: 22

চন্দ্রদ্বীপ ডেস্ক:: পবিত্র কোরআনে প্রতিটি অক্ষর, আয়াত ও সুরা বিশেষ ফজিলত বহন করে। মহান আল্লাহ কিছু সুরা ও আয়াতকে বিশেষ মর্যাদা দিয়েছেন, যার মাধ্যমে বান্দা সওয়াব ও ফজিলত অর্জন করতে পারে, বিপদ থেকে নিরাপত্তা এবং রোগব্যাধি থেকে আরোগ্য লাভ করতে পারে। এর মধ্যে অন্যতম হলো ‘সুরা ইখলাস’।

সুরা ইখলাস, পবিত্র কোরআনের ১১২তম সুরা, একমাত্র মহান আল্লাহর একত্ববাদের শিক্ষা দেয় এবং শিরক থেকে মুক্তির পথ দেখায়। হাদিস শরিফে উল্লেখ রয়েছে যে, এই সুরা তিলাওয়াতের মাধ্যমে পুরো কোরআনের এক-তৃতীয়াংশ তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়।

আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত একটি ঘটনা আছে যেখানে একজন সাহাবি বারবার ‘কুল হুআল্লাহু আহাদ’ (সুরা ইখলাস) পড়ছিলেন। এক ব্যক্তি সকালে রাসুল (সা.)-এর কাছে গিয়ে এই বিষয়টি পেশ করলেন, কারণ তিনি ভাবছিলেন, এত ছোট সুরা বারবার পড়ার সওয়াব কী হবে। তখন রাসুল (সা.) বললেন, “ওই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ! সুরা ইখলাস কোরআনের এক-তৃতীয়াংশের সমান।” (বুখারি, হাদিস : ৫০১৩)

নবীজি (সা.) সাহাবায়ে কিরামকে সুরা ইখলাস পড়ার জন্য বিশেষভাবে উদ্বুদ্ধ করতেন, বিশেষ করে রাতের ইবাদতে। আবুদ দারদা (রা.) বলেন, নবীজি একদিন বললেন, “তোমাদের প্রত্যেকেই কি প্রতি রাতে কোরআনের এক-তৃতীয়াংশ তিলাওয়াত করতে পারে না?” সাহাবিরা বললেন, “আমরা দুর্বল, প্রতি রাতে এত বেশি পরিমাণ তিলাওয়াত করা আমাদের সাধ্যের বাইরে।” তখন রাসুল (সা.) বললেন, “আল্লাহ তাআলা পুরো কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন এবং সুরা ইখলাসকে তিন ভাগের এক ভাগ গণ্য করেছেন।” (মুসনাদে আহমাদ, হাদিস : ২৭৪৯৮)

এক সাহাবির ইন্তেকালের ঘটনা সুরা ইখলাসের ফজিলতকে আরও স্পষ্ট করে। নিয়মিত সুরা ইখলাস তিলাওয়াতকারী এক সাহাবি ইন্তেকাল করলে, মহান আল্লাহ জিবরাইল (আ.)-এর নেতৃত্বে ৭০ হাজার ফেরেশতাকে তার জানাজায় অংশ নিতে পাঠান। মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আলমুযানি (রা.)-এর জানাজায় নবীজি (সা.) এবং ফেরেশতাগণ উপস্থিত হন। জানাজা শেষে নবীজি (সা.) জিবরাইল (আ.)-কে জিজ্ঞেস করেন, “কোন আমলের মাধ্যমে মুয়াবিয়া এই উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হলো?” জিবরাইল (আ.) বলেন, “এটি ঘটেছে কারণ, সে দাঁড়িয়ে, বসে, হেঁটে এবং সওয়ারিতে তথা সর্বাবস্থায় সুরা ইখলাস তিলাওয়াত করত।” (মুজামে কাবির : ৮/১১৬, হাদিস ৭৫৩৭; মুজামে আওসাত, তবারানি)

অতএব, সুরা ইখলাসের তিলাওয়াতের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বরকত অর্জন করা সম্ভব। এটি একটি গুরুত্বপূর্ণ সুরা, যা আমাদের শিরক থেকে মুক্তি দেয় এবং আল্লাহর একত্ববাদের শিক্ষা দেয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *