শিরোনাম

যৌথ অভিযানে ৩১৮ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৭৪

Views: 27

চন্দ্রদ্বীপ ডেস্ক :: যৌথ বাহিনীর চলমান অভিযানে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত সারা দেশে ৩১৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময়ে ১৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) পুলিশ সদরদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রিভলবার ১৯টি, পিস্তল ৭৬টি, রাইফেল ২২টি, শটগান ৩৭টি, পাইপগান ৮টি, শুটারগান ৪৩টি, এলজি ৩১টি, বন্দুক ৪৮টি, একে৪৭ ১টি, এসএমজি ৫টি, গ্যাসগান ৪টি, এয়ারগান ১০টি, এসবিবিএল ১০টি, টিয়ার গ্যাস লঞ্চার ২টি এবং থ্রি-কোয়াটার ২টি।

এছাড়া, গত ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *