ফরচুন বরিশাল শক্ত ভিত গড়ার আশা করলেও রংপুর রাইডার্সের বোলিং তোপে ১২৪ রানে গুটিয়ে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে অলআউট হয় বরিশাল। অধিনায়ক তামিম ইকবাল দলকে ভালো শুরু এনে দিলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।
শুরুতে আগ্রাসী ছিলেন তামিম ইকবাল। তবে নাহিদ রানার গতির সামনে ১৮ বলে ২৮ রান করেই ফিরে যেতে হয় তাকে। ওপেনার নাজমুল হোসেন শান্ত (১০ বলে ৯ রান) আরেকটি হতাশাজনক পারফরম্যান্স উপহার দেন। তিন নম্বরে নামা তাওহিদ হৃদয়ের ব্যর্থতার ধারা অব্যাহত থাকল, তার ব্যাট থেকে আসে ৬ বলে মাত্র ৪ রান।
মিডল অর্ডারে কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ কেউই দলের হাল ধরতে পারেননি। একের পর এক উইকেট হারিয়ে বিপদে পড়ে বরিশাল। শেষদিকে মোহাম্মদ নবি চেষ্টা করলেও রান আউট হয়ে ফিরে যান।
নাহিদ রানা ছিলেন দুর্দান্ত। তিনি তামিমসহ গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বরিশালের রানের গতিপথ থামিয়ে দেন।
জয়ের জন্য ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স ২ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছে। রংপুর এখন জয়ের পথেই রয়েছে।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম