শিরোনাম

রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় জড়িত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়েছে : প্রধানমন্ত্রী

Views: 32

চন্দ্রদ্বীপ ডেস্ক : রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় জড়িত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে একথা বলেন।

প্রধানমন্ত্রী আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন। কোটাবিরোধী আন্দোলনের সময় প্রতিটি হত্যাকান্ডের বিচারের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া প্রতিটি হত্যাকান্ডের বিচার করা হবে’।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আবারও বলছি, আন্দোলনকারীরা চাইলে আমি এখনো আলোচনায় রাজি। তারা যে কোনো সময় (গণভবনে) আসতে পারে। দরকার হলে তারা তাদের অভিভাবকদের নিয়েও আসতে পারে।’

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *