চন্দ্রদ্বীপ নিউজ ডেক্স: পরিবার নিয়ে সিনেমা হলে সিনেমা দেখার সেই সোনালি দিনে রাজকুমার রহিম হয়ে বড় পর্দায় আবির্ভূত হয়েছিলেন তরুণ চিত্রনায়ক আবদুস সাত্তার; আলোচিত সিনেমা ‘রঙ্গিন রূপবান’–এ অনবদ্য অভিনয়ের সুবাদে দেশজুড়ে তাঁর পরিচিত ছড়িয়ে পড়েছিল।
রহিম চরিত্রে লাল রঙের জ্যাকেটের সঙ্গে ঝলমলে পাগড়ি আর মুকুটে দ্যুতি ছড়িয়েছিলেন সাত্তার, দর্শকদের কাছে রাজকুমারের প্রতিমূর্তি হয়ে উঠেছিলেন তিনি। দর্শকদের আগ্রহের জন্য ফোক–ফ্যান্টাসিনির্ভর চলচ্চিত্রে সাত্তারের ব্যস্ততা বাড়তে থাকে, হয়ে ওঠেন পোশাকি সিনেমার ‘পোস্টার বয়’।
আশির দশকে ঢাকাই সিনেমায় রাজ্জাক, বুলবুল, উজ্জ্বল, ফারুকের রাজত্বে লোক ঘরানার সিনেমায় আলাদা পরিচয় তৈরি হয়েছিল সাত্তারের। মান্নাসহ সমসাময়িক শিল্পীদের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তাঁর দেড় শতাধিক সিনেমার মধ্যে বেশির ভাগ সিনেমাই ছিল হিট। ‘সাত ভাই চম্পা’, ‘মধুমালা মদন কুমার’, ‘অরুণ বরুণ কিরণ মালা’, ‘সাগরকন্যা’, ‘শিশমহল’, ‘জেলের মেয়ে রোশনী’সহ বেশ কয়েকটি সিনেমায় তাঁকে রাজকুমারেরর বেশে পেয়েছেন দর্শকেরা।