চন্দ্রদ্বীপ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় চলছে চতুর্থ রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৫ ডিসেম্বর শুরু হয়েছে উৎসব, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ১০ দিনের উৎসবে ৮১টি দেশের ১২০টি সিনেমা প্রদর্শিত হবে। এবারের রেড সি উৎসবে আছে বাংলাদেশও। মাকসুদ হোসেন পরিচালিত সিনেমা ‘সাবা’ প্রদর্শিত হবে উৎসবে। এই উৎসবে অংশ নিতে মেহজাবীন আছেন এখন জেদ্দায়। আজ সন্ধ্যায় বলিউড তারকা রণবীর কাপুরের সেলফিতে হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন তিনি।
রেড সি উৎসবে আজ ছিল ‘সাবা’ সিনেমার প্রদর্শনী। স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিটে ছবিটির প্রদর্শনী হয়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে উৎসব দেখে দুটি ছবি পোস্ট করেছেন মেহজাবীন।
একটিতে তাঁকে দেখা যাচ্ছে রণবীর কাপুরের সঙ্গে। রণবীরের সেলফিতে মেহজাবীন, এমন ছবি পোস্টার পর প্রতিক্রিয়া দেখিয়েছেন অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। মাত্র ৪৬ মিনিটে পোস্টে প্রতিক্রিয়া এসেছে প্রায় ছয় হাজার। সেলফিতে মেহজাবীনকে দেখা গেছে লাল শাড়িতে, তাঁর লুকের প্রশংসা করেছেন অনেক অনুরাগী।
রণবীরের সেলফিতে মেহজাবীন
Views: 10