শিরোনাম

রমজানে টিসিবি ভর্তুকি মূল্যে বিক্রি করবে ছোলা, খেজুরসহ ৯টি পণ্য

Views: 15

রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এই উদ্দেশ্যে রাজধানীসহ সারাদেশে ৯টি পণ্য বিক্রি করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

শনিবার (৯ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

এদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক জানিয়েছেন, রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার নিয়ন্ত্রণে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে প্রান্তিক পর্যায়ের উৎপাদকদের সরাসরি পণ্য সরবরাহ ব্যবস্থা যুক্ত করা।

টিসিবি জানিয়েছে, রমজান উপলক্ষে ছোলা, খেজুরসহ রাজধানী ও অন্যান্য সিটি করপোরেশন এলাকায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে। এসব পণ্যের জন্য ইতিমধ্যেই চুক্তি সম্পন্ন হয়েছে এবং জানুয়ারির মধ্যে পণ্য টিসিবির গুদামে চলে আসবে।

হুমায়ুন কবির আরও জানান, পণ্য সরবরাহের ক্ষেত্রে কোনো সংকট হবে না এবং এসব পণ্য সহজলভ্য থাকবে। তিনি বলেন, “তেল, ডাল, চিনি, খেজুর ও ছোলা ঢাকা এবং অন্যান্য সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে।”

এছাড়া, টিসিবি বাজার নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসন ও সিটি করপোরেশনগুলোতে চিঠি পাঠিয়েছে, যাতে পণ্য পেতে ক্রেতারা কোনো ভোগান্তিতে না পড়েন।

এই উদ্যোগের মাধ্যমে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *