বরিশাল অফিস:: বরগুনার পাথরঘাটায় রমজান মাসে বেড়েছে গরুর দুধের দাম। বাজারে প্রতি লিটার দুধ এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। গত তিন দিন আগেও যার দাম ছিলো ৭০ থেকে ৮০ টাকা।
বিক্রেতারা জানান, রমজানে খাবারের দাম বাড়ার কারণে দুধের দামও বৃদ্ধি পেয়েছে। তাছাড়া বর্তমানে দুধের চাহিদা রয়েছে অনেক।
উপজেলার পৌরসভার বাসিন্দা পাথরঘাটা বাজার থেকে বুধবার (১৩ মার্চ) সকালে দুধ কিনতে আসেন আলতাফ হোসেন। তিনি বলেন, গত দুদিন আগেও ৭০ টাকা করে দুধ কিনেছি, আজ এসে দেখি ১০০ টাকা। দুদিনের ব্যবধানে দাম বাড়ার কোন কারণ দেখছি না। এটা একটি সিন্ডিকেট, যারা রমজান এলেই সবকিছুর দাম বাড়িয়ে ফেলে।
দুধ বিক্রেতা আকবর আলী বলেন, বর্তমানে গরুর খাবারের দাম বেড়ে যাওয়ায় দুধের দাম ও বাড়িয়ে বিক্রি করছি। আগে ৭০ টাকা লিটার বিক্রি করতাম। তাছাড়া রমজানে চাহিদা বেশি থাকায় একটু বেশি দামে বিক্রি করা যায়।
বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী জামাল শরীফ বলেন, এ বাজারে প্রতিদিন ৭ থেকে ১০ মণ দুধ বিক্রি হয়। সারা বছর দুধের দাম কম থাকে। বর্তমানে দুধের দাম বাড়ার কারণ জানা নেই। বাজার গিয়ে এর একটা ফয়সালা করা হবে বলেও জানান তিনি।