শিরোনাম

রমজান উপলক্ষে চিনি, ছোলা ও তেলের আমদানি অনুমোদন, ব্যয় ২১৫ কোটি টাকা

Views: 18

চন্দ্রদ্বীপ ডেস্ক :: রমজান মাসকে সামনে রেখে বাজারে তেল, চিনি ও ছোলার চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে সরকার ৫ হাজার টন চিনি, ৬ হাজার টন ছোলা এবং ৩২ লাখ ৬০ হাজার লিটার সয়াবিন তেলের আমদানির অনুমোদন দিয়েছে। এই আমদানি কার্যক্রমে মোট ব্যয় হবে ২১৫ কোটি ৭৫ লাখ ৯ হাজার টাকা।

(৩০ অক্টোবর) সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই প্রস্তাবগুলো অনুমোদিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ড. সালেহউদ্দিন সাংবাদিকদের জানান, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের মধ্যে স্বল্পমূল্যে পণ্য সরবরাহ করা হবে। এ উদ্দেশ্যে চিনি, ছোলা এবং সয়াবিন তেল আমদানি করা হবে, এবং শিগগিরই খেজুর আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এছাড়া, বৈঠকে স্থানীয়ভাবে ২০২৪-২৫ অর্থবছরে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন পেয়েছে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রতি কেজি ১২০ টাকা ৯২ পয়সায় চিনি কিনবে, যার মোট ব্যয় হবে ৬০ কোটি ৪৬ লাখ টাকা।

আন্তর্জাতিক দরপত্র পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন ছোলা প্রতি কেজি ১০৭ টাকা ৩৯ পয়সা দরে কিনতে অনুমোদন দেয়া হয়েছে, যার মোট ব্যয় ১০১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকা।

৩২ লাখ ৬০ হাজার লিটার সয়াবিন তেল সরাসরি ক্রয়ের অনুমোদন পেয়েছে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেড, যেখানে প্রতি লিটার তেলের দাম ১৬৩ টাকা ২৫ পয়সা।

মোট আটটি প্রস্তাব আজকের বৈঠকে উত্থাপিত হয়, যার মধ্যে জরুরি প্রয়োজন বিবেচনায় সার ও এলএনজির ক্রয়ের প্রস্তাবও অন্তর্ভুক্ত ছিল। গত ২১ অক্টোবর ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হলেও তেল সরবরাহকারী প্রতিষ্ঠান কোনো দরপত্র ডকুমেন্ট ক্রয় করেনি। তাই স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *