পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর রাঙ্গাবালীতে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে আটক হওয়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গাবালী উপজেলার সাবেক অফিস সম্পাদক মো: নাঈম ইসলাম ও ছাত্রকল্যাণ সম্পাদক মো: আবরার হোসাইন নবীন কারামুক্ত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ কবির হুসাইনের নেতৃত্বে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা কারামুক্ত শিবিরের দুই নেতাকে স্বাগত জানাতে কোড়ালিয়া স্পিডবোট ঘাট জমায়েত হন। পরে তারা কারামুক্তদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল শোডাউন করেন।
কারামুক্ত শিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক মো: আবরার হোসাইন নবীন ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের হাফেজ মাওলানা মুহাম্মদ মোস্তফার ছেলে এবং সাবেক অফিস সম্পাদক মো: নাঈম ইসলাম একই ইউনিয়নের তিল্লা গ্রামের বাসিন্দা।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ কবির হুসাইন বলেন, ‘পতন হওয়া স্বৈরাচারিদের বন্দিশালা থেকে মুক্তি পেয়েছে আমাদের দুই শিবির সৈনিক। তাদের এই মুক্তিতে আমরা আনন্দিত। তাই তাদের স্বাগত জানানো হয়েছে।’
উল্লেখ্য, বুধবার (৭ আগষ্ট) নারাণগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে রাত পৌনে ১১টায় মুক্ত হয় বলে জানান তারা।