শিরোনাম

রাঙ্গাবালীতে গৃহবধূকে মারধর করায় আদালতে মামলা

Views: 41

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর রাঙ্গাবালীতে গৃহবধূকে মারধর করায় গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার জনের বিরুদ্ধে মামলা করেছে নির্যাতিত গৃহবধূ আনিকা বেগম (২০)। যার সিআর মামলা নং- ৪৭৮/২০২৪।

আনিকা বেগম হচ্ছেন উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মনিপাড়া গ্রামের মো. রবিউলের স্ত্রী। আসামীরা হলেন মো. রবিউল (২৩), মোসা. হাওয়া বেগম (৪৫), মো. শামিম পালোয়ান (৩০) এবং মো. ছিদ্দিক গাজী (৫০)।

মামলা সূত্রে ও আনিকা বেগম জানান, মো. রবিউল ও তার শ্বশুর বাড়ির লোকজন প্রায় সময়ই তার কাছে যৌতুক দাবী করে এবং মারধর করে। আমার বাবার কাছ থেকে যৌতুক এনে না দিলে আমাকে আমার স্বামী ও তার পরিবারের লোকজন মিলে মানসিক ও শারীরিক নির্যাতন করে।

আরো পড়ুন : কুয়াকাটা রেলপথ তৈরিতে চীনের বিনিয়োগ চায় সরকার

গত ২১ জুন শুক্রবার সকাল ১০ টার দিকে আমার স্বামী পুনরায় আমার বাবার কাছ থেকে ১ লক্ষ টাকা যৌতুক এনে দিতে বলে। আমার বাবা একজন কৃষক এবং গরিব মানুষ হওয়ায় টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় আমার স্বামী আমার শ্বশুর, শাশুড়ী আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার স্বামীকে নিয়ে আমাকে মেরে ঘর থেকে বের করে দেয়। আমি বাধ্য হয়ে আমার পিতার বাড়িতে চলে আসি।

আমার স্বামী প্রায় সময়ই নেশা করে ঘরে আসে এবং মোবাইলে পরকিয়া করে। এ বিষয়ে আমি আমার শ্বশুর, শাশুড়ীর কাছে বললে তারা আমার কথায় কোন কর্ণপাত করে না। এ বিষয়ে আনিকা বেগম ০১/০৭/২০২৪ ইং তারিখে আদালতে যৌতুক নিরোধ আইনের ০৩ ধারায় মামলা করলে আদালত মামলাটি আমলে নিয়ে মো. রবিউলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। আসামী মো. রবিউল স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত ৭ দিনের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *