মো: আল-আমিন (পটুয়াখালী): রাঙ্গাবালীতে জমি নিয়ে বিরোধে চার নারীসহ ছয়জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বেলা সাড়ে ৩টায় বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোসা. শাহাভানু বেগম, নিরু বেগম, রেশমা বেগম, মোসা. লাইজু বেগম, মোসা. মো. তাহেজ গাজী ও জাহিদ তালুকদার। এদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী সাবু গাজী বলেন, বড়বাইশদিয়া কাটাখালী এলাকার কালাম বাদশা, জহির মুন্সি, স্বপ্ন প্যাদা ও শাহ আলম বাদশাহর সঙ্গে আমাদের এক বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে কয়েক বার সালিশ ও হয়েছে। কিন্তু তারা তাতে ক্ষিপ্ত হয়ে গত ৫ ডিসেম্বর আমার বাবা, বোন ও বোন জামাইকে এলোপাতাড়ি মারধর করে। আমি আদালতে মামলা করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের ১৪-১৫ জন ধারালো বঁটি, দা এবং লাঠি নিয়ে আমাদের পরিবারের ওপর হামলা চালিয়ে আমার মা, বোন, ভাগিনা ও বাবাকে কুপিয়ে যখম করে। আর এই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন জহির মুন্সি, কালাম বাদশা, স্বপ্ন প্যাদা, শাহ আলম বাদশাসহ তাদের পুত্ররা। আমার বোনদের ওপর হামলা ও শ্লীলতাহানি করে।
প্রতিপক্ষ জহির মুন্সি বলেন, ঘটনার সময় আমি ছিলাম না। কথা কাটাকাটি হয় আমাদের ছেলেদের সঙ্গে। একপর্যায়ে হাতাহাতি শুরু করলে সাবু গাজীর দলবল নিয়ে আমাদের ছেলেদের ওপর হামলা চালায়। এতে আমাদের ৬-৭ জন জখম হয়।
রাঙ্গাবালী থানার ওসি হেল্লাল উদ্দিন বলেন, তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।