পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর রাঙ্গাবালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির রাঙ্গাবালী শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর (শনিবার) উপজেলা সদরের প্রাণকেন্দ্র রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সভার আয়োজন করা হয়।
বৈরী আবহাওয়া উপেক্ষা করেও উপজেলা শাখার জামায়াত ও ছাত্রশিবিরের সকল নেতাকর্মীদের মিলনমেলা পরিণত হয়েছে এক জনসমুদ্রে।
দোয়া অনুষ্ঠানে রাঙ্গাবালী উপজেলা আমীরে জামায়াত ও পটুয়াখালী জেলা শুরা সদস্য মুহাম্মদ কবির হুসাইনের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, মুহতারাম ও পটুয়াখালী জেলা আমীরে জামায়াত বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ শাহ আলম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরিশাল মহানগরীর সভাপতি ও সাবেক কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আব্দুল্লাহ আল নাহিয়ান।
বিশেষ বক্তা হিসেবে ছিলেন, বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন রাঙ্গাবালী শাখার সভাপতি ও ইসলামী ছাত্র শিবিরের রাঙ্গাবালী উপজেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন পটুয়াখালী জেলার সভাপতি সাইদুর রহমান খান পাবেল, গলাচিপা উপজেলা আমীরে জামায়াত ও জেলা শুরা সদস্য মাওলানা মুহাম্মদ জাকির হোসেন,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা ইয়াহ ইয়া খান।
সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুহাম্মদ মেহেদী হাসান নাহীদ ও জামায়াতের রাঙ্গাবালী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মাসুদুর রহমান।