শিরোনাম

রাঙ্গাবালীতে হারিয়ে যাওয়া ২৯ জেলেকে উদ্ধার

Views: 96

মো: আল-আমিন (পটুয়াখালী): ৯৯৯ নম্বরে ফোন কলে রাঙ্গাবালীর বিসিজি আউট পোস্ট ২৯ জন হারিয়ে যাওয়া জেলেকে উদ্ধার করেছে।

চট্টগ্রাম বাঁশখালী শেখের খাল বাজার থেকে মাছ ধরার উদ্দেশ্যে ফিশিং ট্রলার ‘রহমত-ই-ইলাহী’ ২৯ জন জেলে নিয়ে পটুয়াখালী জেলার মায়ার চর এলাকায় গমন করে। পরবর্তীতে ১৭ই সেপ্টেম্বর ইঞ্জিন বিকল হয়ে উত্তাল সমুদ্রে ভাসতে থাকে।

পরে ২০শে সেপ্টেম্বর চর তুফানিয়া নামক স্থানে নিমজ্জিত হয়। অতঃপর সিকিউরিটি স্টেশন আন্ধারমানিক, বিসিজি স্টেশন নিজামপুর এবং বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী যৌথ অপারেশান পরিচালনা করে তাদের উদ্ধার করা হয়।

জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার প্রদান করা হয়েছে। বর্তমানে সকলে সুস্থ রয়েছেন। পরবর্তীতে তাদেরকে বোটমালিকের কাছে গলাচিপায় হস্তান্তর করা হয়েছে।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *