পটুয়াখালীর রাঙ্গাবালীর চরাঞ্চলে ঝরে পড়া ও স্কুলবিমুখ শিশুদের শিক্ষা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল রিসকিউ কমিটি (আইআরসি)। গত মঙ্গলবার, আইআরসির কান্ট্রি ডিরেক্টর হাসিনা রহমান রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের বিভিন্ন শিখন কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে পাঠদান কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং অভিভাবকদের সঙ্গেও কথা বলেন। শিখন কেন্দ্রগুলোতে শিশুদের জন্য আধুনিক শিক্ষা পদ্ধতির প্রবর্তন করা হয়েছে, যার ফলে প্রযুক্তি ভিত্তিক ডিজিটাল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো সম্ভব হচ্ছে।
১৮ মাস আগে আইআরসি এবং বেসরকারি সংস্থা জাগো নারীর উদ্যোগে রাঙ্গাবালী সদর ও ছোটবাইশদিয়া ইউনিয়নে ১৬টি শিখন কেন্দ্র স্থাপন করা হয়। এসব কেন্দ্রের মাধ্যমে শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছানোর কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
আইআরসির কান্ট্রি ডিরেক্টর হাসিনা রহমান সাংবাদিকদের বলেন, “চরাঞ্চলের শিশুদের জন্য প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা আরও বিস্তৃত করার উদ্যোগ নিচ্ছে আইআরসি।”
এ সময় হাসিনা রহমানের সঙ্গে ছিলেন জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি।