চন্দ্রদ্বীপ ডেস্ক: আজ রোববার। তবে তিন থেকে চার দিন ধরেই তাপমাত্রা বেড়ে যাওয়ার এ প্রবণতা দেখা যাচ্ছিল। আর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে শীতের অনুভূতি কিছুটা কমেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল সোমবার পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে পরশু মঙ্গলবার থেকে তাপমাত্রা কমে শীত আবার বাড়তে পারে।
আবহাওয়াবিদেরা বলছেন, দেশে শীত কিছুটা কমে যাওয়ার কারণ দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যাওয়া।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।
আজ রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজ প্রথম আলোকে বলেন, এখন দিনের তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি। আর সে কারণেই শীতের অনুভূতি কম হচ্ছে। এখনকার প্রাকৃতিক অবস্থায় দিনের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকা দরকার। কিন্তু বাস্তবে তা থাকছে বেশি করে।