শিরোনাম

রাজনীতিতে মাদরাসা শিক্ষার্থীদেরও অংশগ্রহণ থাকবে: ছাত্রদল সম্পাদক

Views: 32

চন্দ্রদ্বীপ নিউজ ::একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষে ‘মডেল ছাত্র রাজনীতি’র কথা ভাবছে জাতীয়তাবাদী ছাত্রদল। মডেল ছাত্র রাজনীতিতে মাদরাসার শিক্ষার্থীদের অংশীদারিত্ব রাখতে চায় সংগঠনটি। ছাত্রদলের এমন পরিকল্পনার কথা ব্যক্ত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদরাসা ও সাহেবেরহাট ফাজিল ডিগ্রী মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তথাকথিত ছাত্র রাজনীতির নামে ছাত্র রাজনীতির শিষ্টাচার নষ্ট করেছে। শুধু তাই নয়, ভিন্নমত দমনের মাধ্যমে নিজেদের ফ্যাসিস্ট কর্তৃত্ব স্টাবলিস করেছে।

নাছির উদ্দীন নাছির বলেন, ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষে ছাত্রদল কাজ করছে। ভিন্নমত দমন নয়, ভিন্নমতকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। এটি ছাত্র রাজনীতির জন্য আবশ্যক।

ছাত্রদলের সাধারণ সম্পাদক জানান, মূলধারার বাইরে থাকা মাদরাসা শিক্ষাকে কিভাবে মূলধারায় নিয়ে আসা যায় তা নিয়ে শিক্ষার্থীদের সাথে আমরা আলোচনা করেছি এবং ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে ছাত্রদলের পরিকল্পনা তুলে ধরেছি।

ছাত্রদলের এই নেতা বলেন, স্বাধীনতার ৫ দশকে মাদরাসা শিক্ষার উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়নি। মাদরাসা শিক্ষার্থীদের পিছিয়ে দেওয়ার জন্য ফ্যাসিস্টরা ব্লেইমিং রাজনীতিতে তৎপর ছিল। মাদরাসা শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থার মূল স্রোতে নিয়ে আসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন। মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তৎপর রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল জানিয়ে তিনি বলেন, অনেকেই তাদের এ অবদানকে সেভাবে স্বীকার না করলেও ছাত্রদল তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্বীকার করছে এবং তাদের অবদানকে দেশের সামনে তুলে ধরার ব্যবস্থা গ্রহণ করছে।

আগামীর ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের ভাবনা জানতে সাংগঠনিক সফরে যান ছাত্রদলের কেন্দ্রীয় সম্পাদক নাছির উদ্দীন নাছির। গত কয়েকদিন ধরে বরিশাল বিভাগের বিভিন্ন স্কুল কলেজ, মাদরাসা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এসময় ক্যাম্পাসে মাদরাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ করেন তিনি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *