অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক দলগুলোর মতের ভিত্তিতে নির্বাচন কমিশনসহ অন্যান্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে। তিনি জানান, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এসব সুপারিশ নিয়ে আলোচনা শুরু হবে এবং সেই আলোচনা অনুযায়ী সংস্কারের কার্যক্রম পরিচালিত হবে।
১৫ জানুয়ারি, ২০২৫ তারিখে রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনগুলোর প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ বিষয়ে মন্তব্য করেন অধ্যাপক আসিফ নজরুল। তিনি জানান, সংস্কারের কাজ শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে এগিয়ে যাবে। অর্থাৎ, যেসব সংস্কারের বিষয়ে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্মতি হবে, তবেই তা বাস্তবায়িত হবে।
এসময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে মন্তব্য করে বলেন, বিচার কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে এবং মার্চ মাস থেকে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের শুনানি শুরু হবে।
এর আগে, তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, “এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।” তিনি আরো বলেন, “এটি এমন একটি ঘটনা যা ইতিহাসের অংশ হয়ে থাকবে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “এটি কোনো সাধারণ প্রতিবেদন নয়, এটি দেশের জন্য একটি বড় চর্চা।” তিনি ধ্বংসপ্রাপ্ত জাতির পুনরুত্থান নিয়ে মন্তব্য করেন এবং বলেন, “আজকের এই মুহূর্ত সেই ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।”
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম