বরিশাল অফিস : ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরণকে পিটিয়েছেন সদস্য সচিব রফিকুল ইসলাম।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাইপাস মোড়ে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত উপজেলা ছাত্রদল আহ্বায়ক কিরণ রাজাপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কিরণ অভিযোগ করে বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলাম। এ সময় সদস্য সচিব রফিকুল ইসলাম বহিরাগত ১০ থেকে ১২ জনকে নিয়ে লাঠি ও লোহার রড দিয়ে আমাকে পেটানো শুরু করেন। এ ঘটনা দেখে সিনিয়র নেতার দৌড়ে এসে আমাকে উদ্ধার করেন।
তিনি আরো বলেন, সদস্য সচিবের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। এটা রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে। আমার সব নেতাকর্মীর সঙ্গে ভালো সম্পর্ক আছে। এ কারণে ঈর্ষান্বিত হয়ে এ হামলা চালিয়ে থাকতে পারেন।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে সদস্য সচিব পিটিয়েছেন- এমন সংবাদ পেয়েছি। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।