শিরোনাম

রাবির ভর্তি পরীক্ষার বরিশালে আঞ্চলিক কেন্দ্র ঘোষণার দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে

Views: 13

চন্দ্রদ্বীপ নিউজ::রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার বরিশালে আঞ্চলিক কেন্দ্র ঘোষণার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন করেন ভর্তিচ্ছুরা।

এই সময় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী–অভিভাবকদের দুর্ভোগ লাগবে বরিশালেও কেন্দ্র ঘোষণার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন–শিক্ষার্থী শহিদুল ইসলাম, ছাব্বির আহাম্মেদ মাহির, শ্রাবণী সিকদার, মুনতাহির তুবা, শফিকুল ইসলাম, জান্নাত আরা স্নেহা প্রমুখ।এ সময় শিক্ষার্থীরা বলেন, দুর্ভোগ লাঘবে এরই মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় পরীক্ষা কেন্দ্র করেছে রাবি কর্তৃপক্ষ। পরবর্তীতে রংপুরের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সেখানেও কেন্দ্র করেছে।

কিন্তু দুঃখের বিষয় বরিশাল বিভাগের ছয় জেলার ভর্তি–ইচ্ছুকদের কথা তারা চিন্তা করেননি। ফলে কমপক্ষে ৪ শ কিলোমিটার পথ পারি দিয়ে রাবির ভর্তি পরীক্ষা অংশ নিতে হবে বরিশালের ভর্তি–ইচ্ছুকদের। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা চরম দুর্ভোগে পড়ে। তাই দুর্ভোগ লাঘবে অবিলম্বে বরিশালেও রাবির কেন্দ্র ঘোষণার দাবি জানান শিক্ষার্থীরা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *