শিরোনাম

রাশমিকা মান্দানার ‘ভাইরাল ভিডিও’ কাণ্ডে পুলিশের এফআইআর

Views: 57

ভারতজুড়ে তোলপাড় রাশমিকা মান্দানার ‘ভাইরাল ডিপফেক ভিডিও’ কাণ্ডে। সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। এবার অভিনেত্রীর পাশে দাঁড়াল দিল্লি পুলিশ। একাধিক প্রযোজ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এ ঘটনার তদন্ত চলছে।

দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘রাশমিকা মান্দানার ডিপফেক এআই’-জেনারেটেড ভিডিওর প্রসঙ্গে ভারতীয় দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৬৫ ও ৪৬৯ ধারার অধীনে ও আইটি অ্যাক্ট, ২০০০-এর ৬৬সি ও ৬৬ই ধারায় মামলা দায়ের করা হয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল পুলিশ স্টেশনে এবং তদন্ত শুরু করা হয়েছে।’

এদিন এর আগে দিল্লির নারী কমিশন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপের আর্জি জানান, সোশ্যাল মিডিয়ায় রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ার পর, জানানো হয় এক বিবৃতিতে। সেখানে বলা হয়, ‘ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার ভাইরাল হওয়া ডিপফেক ভিডিও প্রসঙ্গে দিল্লির নারী কমিশন একটি সুয়ো-মোটো মামলার আর্জি জানিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অভিনেত্রী নিজেও এ প্রসঙ্গে তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন কেউ বেআইনিভাবে তার ছবি এডিট করে ভিডিওতে ব্যবহার করেছে।’ কমিশনের পক্ষ থেকে আরও উল্লেখ করা হয়েছে যে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেফতারি বা আটকের খবর মেলেনি এবং ১৭ নভেম্বরের মধ্যে এই ঘটনার এফআইআর -এর একটি কপি দাবি করেছে তারা।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *