চন্দ্রদীপ ডেস্ক : রাশিয়ার শহর স্কভের একটি বিমানঘাঁটিতে মঙ্গলবার ড্রোন হামলা চালানো হয়েছিল। হামলাটি রাশিয়ার অভ্যন্তর থেকেই করা হয়েছে বলে বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান দাবি করেছেন। খবর বিবিসির।
গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ বলেন, হামলায় দুটি ইলিউশিন কার্গো বিমান ধ্বংস হয়েছে এবং আরও দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া বলছে, মোট চারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে হামলাটি ইউক্রেনীয় নাকি রাশিয়ান অপারেটিভরা করেছে তা নিশ্চিত করেননি বুদানভ। রাশিয়ার ওপর ইউক্রেনের ড্রোন হামলা প্রায় প্রতিদিনই ঘটছে। তারা ইতিমধ্যে স্কভ ঘাঁটিতে হামলার কথা স্বীকার করেছে।
কিন্তু বুদানভের মন্তব্যে বুঝা গেছে হামলাটি দূরপাল্লার অস্ত্রের মাধ্যমে হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের তৈরি একটি অস্ত্র ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল। ইউক্রেনীয় সীমান্ত থেকে স্কভের দূরত্বও প্রায় ৭০০ কিলোমিটার।
বুদানভ বৃহস্পতিবার ওয়ার জোন ওয়েবসাইটকে বলেন, ‘আমরা রাশিয়ার ভূখণ্ড থেকে কাজ করছি।’ তবে কি ধরনের বা কি পরিমাণ ড্রোন ব্যবহার করা হয়েছে তা তিনি জানাননি।
তার মতে, ড্রোন হামলাগুলো গুরুত্বপূর্ণ জ্বালানী সমৃদ্ধ বিমান বা বিমানঘাঁটিতে লক্ষ্য করে চালানো হচ্ছে। হামলায় ক্ষতিগ্রস্ত বিমানগুলো হল দূরপাল্লার কার্গো প্লেন এবং দীর্ঘ দূরত্বে সৈন্য ও সরঞ্জাম পরিবহনকারী বিমান। এগুলো রাশিয়ার জন্য মূল্যবান যুদ্ধ সম্পদ।
বিবিসির সংবাদদাতা পল অ্যাডামস বলেছেন, রাশিয়ার অভ্যন্তরে হামলার বিষয়ে ইউক্রেনের কর্মকর্তারা সাধারণত মুখ বন্ধ রাখেন। তবে মনে হচ্ছে তাদের হামলার প্রচারণার গতি বাড়ার কারণে কিয়েভের কর্মকর্তারা দায় স্বীকার করে নিতে আগ্রহী।
এদিকে বৃহস্পতিবার থেকে শুক্রবার রাতভর রাশিয়ার বিভিন্ন স্থানে ড্রোন হামলা অব্যাহত রয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, লিউবার্টসিতে হামলাকারী ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। এগুলো কোনো হতাহতের কারণ হতে পারেনি।
হামলার কারণে শুক্রবার সকালে মস্কো বিমানবন্দর থেকে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। কুরস্ক অঞ্চলের গভর্নর রোমান ম্তারোভয়েত বলেছেন, কুরস্ক পারমাণবিক কেন্দ্রের কাছে কুরচাতভ শহরে একটি আবাসিক এবং একটি প্রশাসনিক ভবনে হামলা হয়েছে।
ইউক্রেন রাশিয়ার দখলকৃত ভূখণ্ডে ক্রমাগত পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বৃহস্পতিবার জানিয়েছে, বাখমুতের কাছে এবং পশ্চিম জাপোরিঝিয়া অঞ্চলে কিয়েভের বেশ অগ্রগতি হয়েছে।