পটুয়াখালী প্রতিনিধি :: রাষ্ট্র পূণর্গঠনের বার্তা নিয়ে পটুয়াখালী সফর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রতিনিধি দল।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শহীদদের কবর জিয়ারত শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দেশ পূণর্গঠন, রাষ্ট্র সংস্কার, ঐক্য প্রতিষ্ঠা এবং দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস মোকাবেলায় পটুয়াখালী জেলার সকল উপজেলার বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সাথে মত বিনিময় করেন তারা।
মত বিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এমএ সাঈদ সহ ১০ সদস্যের প্রতিনিধি দল শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং রাষ্ট্র পূণর্গঠন, সংস্কার ও ঐক্য প্রতিষ্ঠায় তাদের মতামত গ্রহণ করেন।
এসময় সমন্বয়কারীরা দেশ পূণর্গঠনে শিক্ষার্থীদের মাঠে থাকার অনুরোধ জানান। তাদের ঐক্যবদ্ধ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সোচ্চার হবার নির্দেশনা দেন।
সমন্বয়করা বলেন, শিক্ষার্থী ও নাগরিকদের কাছ থেকে মতামত গ্রহণ করা হচ্ছে তাদের মতামত বিশ্লেষণ করে দেশ পূর্ণগঠন ও রাষ্ট্র সংস্কারের রূপরেখা প্রণয়ন করা হবে। এক ফ্যাসিবাদীকে হটানো হয়েছে অন্যকোন ফ্যাসিবাদীকে ক্ষমতায় আনার জন্য নয়। বিকেলে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করবেন তারা।