শিরোনাম

রিজওয়ানের ব্যাটে বড় সংগ্রহ পাকিস্তানের

Views: 39

চন্দ্রদ্বীপ স্পোর্টস ডেক্স: আগে থেকেই শঙ্কা ছিল ম্যাচ চলাকালে বৃষ্টি হানা দিতে পারে। সেই শঙ্কা সত্যি হয়েছে কলম্বোতে। সঙ্গত কারণে শুরুতেই টসে বিলম্ব হয়েছে। এরপর দুই দফায় খেলার মাঝেও হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। তাতে কমে এসেছে ম্যাচের দৈর্ঘ্য। ৪২ ওভারের ম্যাচে রিজওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছে পাকিস্তান।

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত (ডিএল মেথড) ৪২ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করেছে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৮৬ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান।

১৩০ রান তুলতেই টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়েছিল পাকিস্তান। এরপর সেখান থেকে দলকে টেনে তুলেন মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদ। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ১০৮ রানের জুটি।

৪০ বলে ২ ছক্কা ও ৪ চারে ৪৭ রানে সাজঘরে ফিরেন ইফতিখার। তবে রিজওয়ান খেলেন শেষ বল পর্যন্ত। ৭৩ বলে ৮৬ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ২টি ছক্কা ও ৬টি চার।

এর আগে ওপেনিংয়ে নেমে ৬৯ বলে ৫২ রান করেন আব্দুল্লাহ শফিক। সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক বাবর। ৩৫ বলে ২৯ করেছেন তিনি।

শ্রীলঙ্কার হয়ে তিন উইকেট শিকার করেছেন মাথিশা পাথিরানা। তবে ৮ ওভারে ৬৫ রান খরচ করেছেন তিনি। প্রমোদ মাদুশানও ছিলেন খরুচে, ৭ ওভারে ৫৮ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট।
৪২ ওভার শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ২৫২। তবে বৃষ্টি আইনে শ্রীলঙ্কার লক্ষ্যও ২৫২।
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *