বরিশাল অফিস: প্রত্যাশিত শিক্ষার জন্য মাসম্মত শিক্ষকের ঘাটতি পুরন করার প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বারশাল প্রেসক্লাব সাংবাদিক মাইনুল হাসান মিলনায়তন হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৫ই) অক্টোবর বিকালে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ( বাকবিশিস), বরিশাল জেলা কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপাধ্যক্ষ্য আনোয়ার-উল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসার মোঃ আব্বাস উদ্দিন খান।
এসময় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সম্পাদক মন্ডলির সদস্য কেন্দ্রীয় সদস্য অধ্যাপক জলিলুর রহমান কেন্দ্রীয় সদস্য ও সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যক্ষ মিজানুর রহমান। আলোচনা পর্বে প্রবন্ধ উপাস্থান করেন অধ্যাপক দুলাল মজুমদার। অনুষ্ঠানে কলেজের শিক্ষক- শিক্ষিকারা অংশ গ্রহন করেন।