চন্দ্রদ্বীপ ডেস্ক :: চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। গত অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছে প্রায় ২৪০ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৮৯৪ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুসারে, প্রথম মাস জুলাই থেকেই রেমিট্যান্সের প্রবাহ বাড়তে থাকে। আগস্ট ও সেপ্টেম্বর মাসে ধারাবাহিক ঊর্ধ্বমুখী গতির পর, অক্টোবর মাসে প্রতিদিন গড়ে ৭ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলো বিশেষ ভূমিকা রাখায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭২ কোটি ডলার এবং বেসরকারি ব্যাংকগুলো থেকে এসেছে ১৫৪ কোটি ডলার। বিদেশি ব্যাংকগুলো থেকেও রেমিট্যান্স আসলেও কিছু ব্যাংক থেকে কোনো অর্থ আসেনি।
রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় দেশের ডলার বাজারে স্থিতিশীলতা এসেছে এবং রিজার্ভও বৃদ্ধি পেয়েছে। এতে রিজার্ভ থেকে কোনো ডলার না নিয়েও বৈদেশিক ঋণ পরিশোধের সুবিধা হয়েছে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।