চন্দ্রদ্বীপ নিউজ ডেক্স: র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের জাগোফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিভিন্ন দেশের চারজনকে এই পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেয় র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। এই পুরস্কারকে এশিয়ার নোবেল হিসেবে বিবেচনা করা হয়।
এশিয়ার এই সর্বোচ্চ পুরস্কারটি পাবলিক সার্ভিস থেকে শুরু করে সামাজিক উদ্ভাবনী কার্যক্রমে অবদান রাখার জন্য দেওয়া হয়। এর আগে স্যার ফজলে হাসান আবেদ, মাদার তেরেসা, দালাই লামা ও সত্যজিৎ রায় এই পুরস্কারে ভূষিত হন।
এ বছর কয়েকটি ক্যাটগরিতে মোট চারজনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। তারা হলেন ভারতের রবি কানন, তিমুরের ইগুনিও লেমোস, ফিলিপাইনের মিরিয়াম কোরোনেল-ফেরারূ ও বাংলাদেশের করভী রাখসান্দ।
এদিন তাদের নাম ঘোষণা করা হলেও মূল অনুষ্ঠান হবে ফিলিপাইনের ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে আগামী ১১ নভেম্বর।